টিভির থেকে আগে জেনে নিন কী হতে চলেছে আজকের পর্বে :-

আজকের পর্বে দেখা যায় রোশনাই এর নাচতে নাচতে পা কেটে রক্ত পড়ছে,যা আরণ্যক দেখতে পায় এবং ছোটুকে বলে রোশনাই এর পা কেটে গিয়েছে ,ছোটু বলে তাতে আরণ্যকের কী?এবার রোশনাই গরিমার কাছে যায় এবং বলে সে ছোটো বোন হিসাবে আশীর্বাদ করতে পারবে না কিন্তু তার মা বেঁচে থাকলে নিশ্চই কিছু না কিছু দিত তাই সে তার মায়ের তরফ থেকে বলে একটা আংটি দেয়।
আংটিটা দেখে সবাই অবাক হয়ে যায়,কারণ আংটিটা ছিল হীরের।গরিমা রোশনাইকে জিজ্ঞাসা করে সে এত টাকা কোথায় পেয়েছে?আরণ্যকের ঠাকুমা বলে সে কি আরণ্যকের কাছে ধার করেছে।রোশনাই উত্তরে বলে তার ব্যাংকে কত টাকা আছে আর সে কত টাকা তুলেছে সব ব্যাংকের বইতে লেখা আছে।রোশনাই বলে সে কারোর দয়াতে কাজটা পেলে ও সেখানে কাজটা সে করেই টাকাটা পেয়েছে।এবার আরণ্যক রোশনাইকে বলে তার পা কেটে রক্ত পড়ছে।
গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করে সে কি ভাবে খেয়াল রাখলো?আরণ্যক উত্তর দেয় নাচতে নাচতে রোশনাই এর পা কেটে রক্ত পড়ছিল আর এখনও পড়ছে।গরিমার বাবা নীলার্জ বলে তার পা অনেকটা কেটে গেছে ওষুধ দিয়ে bandage করতে হবে।রোশনাই বলে সে ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে।এই সময় সুরঙ্গমা বলে photosession শুরু হবে তখন ছোটু আরণ্যক কে বলে রোশনাইকে না ভেবে ওদিকে যেতে,এখানে ছোটু আছে রোশনাইকে দেখার জন্য।ছোটু রোশনাইকে নিয়ে অন্যদিকে যায়।
আর নীলার্য ওষুধ ও bandage নিয়ে আসে।ছোটু রোশনাই এর পায়ে ওষুধ লাগাতে গেলে রোশনাই আটকায় তখন ছোটু বলে রোশনাই শুধু তার মেয়ে নয় তার মা ও,ছোটো মা।তারপর ছোটু রোশনাই এর পায়ে ওষুধ লাগিয়ে bandage করে দেয়।এবং সেই সময় আরণ্যক ও রোশনাই একে অপরকে দেখছিল।এবার মাঝ রাত্রী বেলা রোশনাই bandage খোলার পর বুঝতে পারে যে তার পায়ে অনেকটাই কেটেছে এবং সে ভাবে সে যদি সে infection এ মরে যায় তাহলে তাকে আর কেউ কথা শোনাতে পারবে না।
এই সময় দরজায় knock করে ঘরে ঢোকে আরণ্যক।মাঝরাতে আরণ্যককে তার ঘরে দেখে অবাক হয় রোশনাই।রোশনাই তাকে জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে?উত্তরে আরণ্যক বলে তার কাজ আছে ।আরণ্যক বলে রোশনাই এর এবাড়িতে থেকে কিছু হয়ে গেলে তার দায় আরণ্যকের পড়বে।তাই সে দেখতে এসেছে।এবার আরণ্যক রোশনাই এর পা দেখতে চাইলে রোশনাই দেখাতে চায় না।কিন্তু আরণ্যক জোর করে দেখে এবং অনেকটা কাটা দেখে বলে injection নিতে হবে।
রোশনাই বলে সে কি বাড়িতে সত্যি কথা বলে নিয়ে যাবে উত্তরে আরণ্যক হ্যাঁ বলে।আরণ্যক বলে এতটা কাটায় তো ব্যথা করার কথা তার ব্যথা করছে না।এবং সে রোশনাই কে painkiller দেয় কিন্তু রোশনাই সেটা ছুঁড়ে ফেলে দেয়।আরণ্যক আবার ও সেটা গুড়িয়ে দিলে রোশনাই আবার সেটা ছুঁড়ে ফেলে দেয়।আরণ্যক বলে তার কিছু হয়ে গেলে আরণ্যককেই কৈফিয়ত দিতে হবে,রোশনাই বলে তার কেউ নেই যে আরণ্যকের কাছে কৈফিয়ত চাইবে..আরণ্যক বলে তার বাবা আছে তো,রোশনাই বলে সে তার বাবাকে চেনে না আর চিনতে ও চায় না যে তার মাকে স্বীকার করে নি সে রোশনাইকে কি স্বীকার করবে,তখন আরণ্যকের মনে পড়ে রোশনাই এর মায়ের চিঠিতে লেখা রোশনাই এর বাবার নাম…..এই পর্যন্ত পর্ব শেষ হয়।
টিভির থেকে আগে রোশনই এর সমস্ত আপডেট পেতে ফলো করুন Serial Lounge
রোশনাই আজকের পর্ব
roshnai ajker episode full
roshnai todey episode
roshnai ajker apisod
roshnai todey episode full
রােশনাই আজকের পর্ব
রােশনাই সিরিয়াল আজকের পর্ব
রােশনাই ajker episode full
রােশনাই আজকের পব
রােশনাই টুডে episode
রােশনাই ajker episode
রােশনাই episode
রােসনাই আজকের পর্ব
রােসনাই সিরিয়াল আজকের পর্ব
রােসনাই আজকের পব
রােসনাই সিরিয়ালের আজকের পর্ব
রােসনাই আজকের পর্ব
রােসনাই নাটক